নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা
নেপালের পোখরায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। ৭২ জন যাত্রী নিয়ে নেপালের পোখরায় ভেঙে পড়ল বিমান।ভেঙে পড়েছে ইয়েতি এয়ারলাইনসের ATR-72 বিমান। অবতরণের আগে ভেঙে পড়ে বিমান। পোখরা বিমানবন্দরের রানওয়েতে ভেঙে পড়ে বিমানটি।
কাঠমাণ্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি। বিমানে ছিলেন ৬৮ জন যাত্রী ও ৪ জন কেবিন ক্রু সদস্য। দুর্ঘটনার পরই বিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে উদ্ধারকারী দল।
ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় আকাশে। খারাপ দৃশ্যমানতার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
যাত্রীদের কেউ আদৌ আর বেঁচে আছেন কিনা, তা নিয়ে আশঙ্কার মেঘ! বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধারের চেষ্টা চলছে। সেটি হাতে এলেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।- অনলাইন
Please follow and like us: