খবরনাটোররাজশাহী

নিখোঁজ সংবাদ

বাঘা প্রতিনিধি : নাটোর জেলার লালপুর থানার চংধুপইল ইউনিয়ন গোসাইপুর এলাকার সাদের আলী প্রামানিক (৭৫) নামে এক বৃদ্ধ আব্দুলপুর স্টেশন হতে হারিয়ে গেছে।
সে গত ২৫ ডিসেম্বর-২০২২ ইং, সকাল ৬ ঘটিকায় আব্দুলপুর স্টেশন এলাকা হতে আর বাড়িতে ফিরে আসেনি। পরবর্তীতে সে বাড়ি ফিরে না আসায় তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে। তাকে খুঁজে না পাওয়ায় তার নাতী তুহিন হোসেন লালপুর থানায় এ সংক্রন্তে জিডি করেছেন। জিডি নং-৪৯ তারিখ-০১-০১-২০২৩ ইং।
কোন সহদয়বান ব্যক্তি ছবির লোকটির সন্ধান জেনে থাকলে তার নাতী তুহিন হোসেনের মোবাইল নং-০১৭০৪-৭৯৯৪৪০ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *