খবরচাঁপাইনবাবগঞ্জসারাদেশস্বাস্থ্য

নাচোলে বি-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন 

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মেহেরজান মেমোরিয়াল মেডিকেয়ার (চিকিৎসালয়) এর স্বাস্থ্যসেবা কার্যক্রম অবহিতকরণ ও মতবিনিময় সভার মধ্য দিয়ে ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ২৭ জুন মঙ্গলবার সকাল ১০টায় মেমোরিয়াল মেডিকেয়ার ও বি-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে হাসপাতাল রোড আব্দুর রশিদ হাজী সাহেবের মার্কেটের নিচ তলায় এ সেন্টারে উদ্বোধন করা হয়েছে।
এ সময় সভাপতি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেয়র আব্দুর রশিদ ঝালুখান।
বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান সভাপতি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম নাচোল।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান এবং এডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী সাধারণ সম্পাদক বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ।
ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও চিকিৎসক ডাক্তার মোঃ আসাদুর রহমান বিপ্লব বলেন, মানবতার সেবায় অসহায় পীড়িতদের পাশে এগিয়ে স্বল্প খরচে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়ার লক্ষ্যে এ ডায়াগনস্টিক সেন্টারের পথ চলা শুরু করা হয়েছে।এদিন অসহায় পীড়িতদের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।
এছাড়াও নিয়মিত চিকিৎসা দিয়ে থাকবেন প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক ডাক্তার নাসরিন আক্তার ববি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *