নাচোলে ট্রাকের চাপায় পৌর কর্মচারী নিহত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল-রহনপুর সড়কে ট্রাকের চাপায় প্রাণ গেল মজিবুর রহমান আব্বাস (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর। গতকাল সোমবার বেলা সাড়ে দশটার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দ্রনা পাওয়ার প্লান্টের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাচোল উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা মৃত আমিনুল ইসলামের ছেলে। তিনি নাচোল পৌরসভায় অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে নাচোল পৌরসভার কর্মচারী মজিবুর রহমান আব্বাস মোটরসাইকেল চড়ে নাচোল থেকে গোমস্তাপুর উপজেলার রহনপুর আসছিলেন। পথে কসবা ইউনিয়নের চন্দ্রনা পাওয়ার প্লান্টের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ( ঝিনাইদহ ট- ১১-১২৪৭) তাঁকে ধাক্কা দেয়। এতে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী আব্বাস সড়কে পড়ে যান। পরে ট্রাকের চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেখার আগেই তিনি মারা যান।
এদিকে খবর পেয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছুটে যান চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান ও রহনপুর পৌর সভার মেয়র মতিউর রহমান খান।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত মজিবুর রহমান আব্বাসের মরদেহ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবার কাছে তুলে দেওয়া হয়েছে। তবে দুর্ঘনাটি নাচোল থানায় হওয়ার সেখানেই আইনগত ব্যবস্থা নিবে তাঁরা।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিন্টু রহমান বলেন, এ ঘটনায় নাচোল থানায় মামলা হবে বলে তিনি জানান ।