নওগাঁর আত্রাই হাসপাতালে ডায়রিয়া রোগী বাড়ছে

নওগাঁ প্রতিনিধিঃ- অতিরিক্ত গরমের কারণে নওগাঁর আত্রাই হাসপাতালে ডায়রিয়া রোগী বাড়ছে যাদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি। আত্রাই উপজেলা হাসপাতাল সূত্রে জানায়, গত এক সপ্তাহ ধরে গরমের তীব্রতা বাড়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এসব রোগীর মধ্যে বয়স্ক মানুষের চেয়ে শিশু রোগীর সংখ্যা বেশি। প্রতি দিন বিশ থেকে পঁচিশ জন শিশু ও বয়স্ক মানুষ চিকিৎসা নেয়। তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে প্রায় প্রতিদিন প্রচন্ড গরমে বিশ/পঁচিশ জন শিশু ও বয়স্ক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভতি হয়েছিণ। তবে বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে আছে। গত চব্বিশ ঘন্টায় উনিশ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভতি হয়ে চিকিৎসা নিচ্ছে। আত্রাই উপজেলা হাসপাতালের টিএইচএ ডাঃ রোকসানা হ্যাপী জানান প্রচন্ড গরম বাড়ার সাথে সাথে ডায়রিয়া রোগীর সংখ্যা প্রতিবছরই বাড়ে। সকলকে সতক থাকার আহ্বান জানান তিনি।

Please follow and like us:
error0
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *