খবরনওগাঁসারাদেশ

নওগাঁয় যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে সুশীল সমাজের করণীয় শীর্ষক জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি :  নওগাঁয় যক্ষারোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুশীল সমাজের করণীয় শীর্ষক জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।  স্থানীয় প‍্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে বুধবার  বিকাল থেকে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি ( নাটাব) এই এ্যাডভোকেসী সভার আয়োজন করে।

নাটাব নওগাঁ জেলার সভাপতি কাজী জিয়াউর রহমান বাবলুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকন্দ।  এ সময় অন্যান্যের মধ্যে নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডাক্তার কাকলী এবং নাটাবের ফিল্ড লেভেল ষ্টাফ মো: কামরুল ইসলাম বক্ততব্য রাখেন।

উন্মুক্ত আলোচনাপর্বে জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, সাবেক সভাপতি এমদাদুল হক, সাবেক সাধারন সম্পাদক ফরিদুল করিম বক্তব্য রাখেন।  সভায় ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকন্দ জানান নওগাঁ জেলায় সর্বশেষ কোয়ার্টার সেপ্টেম্বর হতে ডিসেম্বর’ ২০২২ পর্যন্ত  ১৩ হাজার ৩শ ৯৬ ব‍্যাক্তির পরীক্ষা করা হয়েছে। এর মাধ্যমে ৭৭২ ব্যক্তির যক্ষা সনাক্ত হয়েছে। সরকারি ভাবে তাদের চিকিৎসা প্রদান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *