আন্তর্জাতিকখবর

দক্ষিণ কোরিয়ায় মাছ ধরা নৌকা উল্টে নিখোঁজ ৯ জন

ডেস্ক নিউজ : দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি মাছ ধরার নৌকা উল্টে ৯ জন নিখোঁজ হয়েছে। উদ্ধারকর্মীরা আকাশ থেকেও তাদের উদ্বার প্রচেষ্টা চালাচ্ছে। কর্তৃপক্ষ শনিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ২৪ টন ওজনের নৌযানটি শনিবার রাতে সিনান কাউন্টির জলসীমায় উল্টে গেছে।
এক বিবৃতিতে মন্ত্রলালয় আরো জানিয়েছে, কাছের একটি নৌকার সাহায্যে তিন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু দুই বিদেশীসহ  ৯ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে এক ডজনেরও বেশি নৌযান এবং তিনটি বিমান ব্যবহার করা হচ্ছে।
প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েল নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। বাসস.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *