ট্রাকের ধাক্কায় ২ বাইক আরোহী নিহত
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে ট্রাক ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার তেুঁতলিয়াপুকুর এলাকার তজিবুর রহমানের ছেলে অনিক (১৮) ও একই এলাকার আমিনুলের ছেলে মুরাদ (১৭)। তারা দুজন বন্ধ ছিল বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, শুক্রবার বিকেলের দিকে পুঠিয়া উপজেলা দুই যুবক মোটরসাইকেল যোগে চারঘাটের দিকে আসার পথে চারঘাট-বানেশ্বর মহাসড়কের নাওদাড়া মহিলা রোডের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় অনিক। আর গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় মুরাদ।
তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।