জেলায় ২১ জন ও মাদকদ্রব্য উদ্ধার

গত ২৪ ঘন্টায় (২৬-০৩-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ২১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৬ জন, মোহনপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০৭ জন, চারঘাট মডেল থানা ০৪ জন ও বাঘা ০২ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৭ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং জয় কুমার দাস(৩৬), ২নং শ্রী রিপন চন্দ্র দাস(২৮) ও ৩নং মোঃ আলাউদ্দিন ওরফে ভোলা(২৯) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ লিটন আলী(২৬) কে ১৩গ্রাম হেরোইন ও ২নং মোঃ বেলাল হোসেন(৫৫) কে ৫৩গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ জিল্লুর রহমান(৫২) কে ৫০লিটার চোলাইমদসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ আনছার প্রামানিক(৫০) কে ১০০লিটার চোলাইমদসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 

 

Please follow and like us:
error0
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *