অপরাধখবর

জেলায় আটক ১৩ জন ও মাদকদ্রব্য উদ্ধার

গত ২৪ ঘন্টায় (২৮-০৫-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৪ জন, তানোর থানা ০২ জন, মোহনপুর থানা ০৩ জন, পুঠিয়া থানা ০৩ জন ও চারঘাট মডেল থানা ০১ জনকে আটক করে। যার মধ্যে ০৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ০৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। তানোর থানা পুলিশ ১নং শ্রীমতি ভারতী রানী(৫০) কে ৪৫লিটার চোলাইমদ ও ২নং প্রানশিষ হাসদা (২৯) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ মতলেব হোসেন (৩৫) কে ০২.৬৪গ্রাম হেরোইন ও ১৭পিচ ইয়াবাসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ শফিকুল ইসলাম (৪৫) কে ১৫লিটার চোলাইমদসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ আনোয়ার হোসেন(৫০) কে ৫০পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *