জাল সার্টিফিক এ প্রায় পাঁচ শতাধিক ব্যক্তির চাকুরি! মূলহোতা বিপ্লব আটক

বাঘা(রাজশাহী)প্রতিনিধি : ঢাকা ডিবি পুলিশের হাতে জাল সার্টিফিকেট তৈরী মামলায় আটক হওয়া চার সদস্যের মধ্যে একজনের নাম বুলবুল আহাম্মেদ ওরুপে বিপ্লব। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার তেপুকুরিয়া গ্রামে । সর্বশেষ বৃহস্পতিবার ঢাকার রামপুরা এলাকার একটি বাসায় ডিবি পুলিশের হাতে জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জাম-সহ আটক হন।

স্থানীয় লোকজন জানান, টিউশানী করে লেখাপড়া শেষ করার পর বিপ্লবের জীবন শুরু হয় দারুল এহসান ভিক্টরী পার্ক ঢাকা শাখায় একজন চাকরি জিবি হিসাবে। পরবর্তীতে তিনি রাজশাহী দারুল এহসান বিশ্ববিদ্যালয় সহ দু’টি প্রতিষ্ঠানেরই পরিচালক নির্বাচিত হন। এরপর থেকে তিনি সার্টিফিকেট জালিয়াতি ব্যবসা শুরু করেন। তার মাধ্যমে কেবল বাঘা উপজেলায় প্রায় পাঁচ শতাধিক ব্যাক্তি জাল সনদে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে চাকুরিজীবির সংখ্যা সব চেয়ে বেশি।

ঢাকা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, দির্ঘদিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট জাল করে একটি চক্র লক্ষ-লক্ষ টাকার ব্যবসা করে আসছিল। তারা এতটায় কৌশলী ছিলো যে, এ সকল সনদ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের ওয়েব সাইডে দেখার ব্যবস্থা ছিলো। এর ফলে হাজার-হাজার মানুষ তাদের উপর আস্থা রাখে এবং জাল সদন কিনে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নেওয়া শুরু করে।
বিপ্লব সম্পর্কে নওগার ইমদাদ হোসেন নামে জনৈক ব্যাক্তি অভিযোগ করে বলেন ,কয়েক বছর পূর্বে তার এক আতœীয় রবিউর ইসলামকে চাকরি দেয়ার নামে একটি চেকের মাধ্যমে পাঁচ লক্ষ টাকায় নেন বিপ্লব। পরবর্তীতে তিনি চাকরি দিতে না পারলে এ বিষয়ে আদালতে একটি চেক জালিয়াতি মামলা করেন রবিউল ইসলাম। এ মামলাটি অদ্যবধি চলমান রয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম জানান, শনিবার সকালে ঢাকার পত্রিকা এবং টেলিভিশনে খবর দেখে বাঘার বিপ্লব এর বিষয়ে অবগত হয়েছি। তবে এ সংক্রান্তে আমার কাছে এখন পর্যন্ত কোন নথিপত্র আসেনি।

Please follow and like us:
error0
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *