জামায়াত শিবির নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে : ডিএমপি কমিশনার
ডিএমপি নিউজ : ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম বলেছেন, অতীতের মত জামায়াত শিবির নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে। নৈরাজ্য সৃষ্টিকারী সকলকেই আইনের আওতায় আনা হবে। আজ শনিবার (৩১ ডিসেম্বর ২০২২ খ্রি.) দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল(সিপিএইচ) জরুরি বিভাগের অবজারভেশন ওয়ার্ডে জামায়াত-শিবিরেরর হামলায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, আমারা দেখেছি, গাইবান্ধায় জামায়াত-শিবির পুলিশ ফাঁড়িতে আগুন দিয়ে পুলিশ সদস্যদের পুড়িয়ে মেরেছে। তারা অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল, এর ধারাবাহিকতায় গতকাল এর বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
তিনি বলেন, গতকাল শুক্রবার মৌচাকে জামায়াতের নেতা-কর্মীরা মিছিল বের করে । ঢাকা মেট্রোপলিটন পুলিশ জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে তাদের বাঁধা দেয়। তাদের হামলায় ডিএমপির উর্ধ্বতন অফিসারসহ ১১ জন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে কয়েকজন জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হস্তে আইনানুগ ব্যবস্থা নেবে। কোনো মতেই জামায়াত শিবিরের নৈরাজ্য মেনে নেয়া হবে না।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম(বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত ছিলেন।