খবরবিণোদনরাজশাহী

জাতীয় শোক দিবস স্মরণে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা

জাতীয় শোক দিবস স্মরণে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, রাজশাহীর উদ্যোগে আজ সোমবার বিকাল ৫টায় কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের চারটি গ্রুপে যথা: ক, খ, গ ও ঘ গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য ও রাজশাহীর আহ্বায়ক আলাল পারভেজ লুলু। প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। বক্তব্য রাখেন ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আইয়ুব আলী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, রাজশাহী মহানগরের সদস্য সচিব আবরার হোসেন তুহিন, সদস্য শ্যামলী নাসরিন, বনানী ফেরদৌস কেয়া, লোকমান হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে শ্যামল কুমার ঘোষ বলেন, শিশু কিশোরদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শে অনুপ্রানিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিজ্ঞান মনস্ক সৃজনশীল জাতি গঠনের নিমিত্তে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *