ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজশাহী প্রতিনিধি :- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় নগরীর সাধুর মোড় এলাকার রহিমা লজ ছাত্রবাস থেকে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।
তার নাম সামিউর রহমান। সে রাজধানীর ধানমন্ডি এলাকার নর্থ রোডের বাসিন্দা আব্দুর রহমান সরকারের ছেলে। সে রুয়েটে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, শনিবার (২০ মে) রাতে ছাত্রাবাসের শিক্ষার্থীরা সামিউরকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে থানায় সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। পরে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দরজার তালা ভেঙে সামিউরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামিউর রহমান আত্মহত্যা করেছেন। কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে।
Please follow and like us: