খবররাজশাহীলীড

চাঁপাইনবাবগঞ্জ-২ উপনির্বাচন নাচোল ও গোমস্তাপুরে সৈকত জোয়ার্দ্দারে গণসংযোগ 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : আগামী ১ ফেব্রয়ারী চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত (  সৈকত জোয়ার্দার) গণসংযোগ করেছেন। তিনি গোমস্তাপুর ও নাচোল উপজেলায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। দুপুরে তিনি রাধানগর ইউনিয়নের মিরাকাঠাঁল গ্রামের  আওয়ামীলীগের সাবেক উপজেলা নেতা কর্নেলুস মুর্মুকে দেখতে যান এবং বীরমুক্তিযোদ্ধাদের সঙ্গে সাক্ষাত করেন।
গণসংযোগকালে তাঁর সঙ্গে নাচোল উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক কে এ জোহা পলাশসহ আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গোমস্তাপুর উপজেলার রাধানগরে গণসংযোগের সময় তিনি
সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সৈকত জোয়ার্দ্দার বলেন, একমাত্র আওয়ামীলীগ মানুষের কল্যাণে কাজ করে। বর্তমান সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন করছে। আগামীতে আরোও কাজ করে যাবে।
ওই দিন সন্ধ্যায় তিনি বাঙ্গাবাড়ী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয়দের সঙ্গে গণসংযোগ চালিয়েছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, আসন্ন চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে উপনির্বাচনে তিনি দলীয় মনোনয়ন তুলবেন। দল যদি তাঁকে মনোনয়ন দেয় তাহলে সকলের কাছে নৌকা প্রতীকের ভোট চেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়াসহ এই আসনের সকলের কাছে সহযোগীতা চেয়েছেন। তবে দল যদি যদি অন্য ব্যাক্তিকে মনোনয়ন দেয় তবে তিনি তার হয়ে নৌকা প্রতীকে ভোট চাইবেন বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *