খবরচাঁপাইনবাবগঞ্জলীড

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপনির্বাচন রহনপুর পৌর এলাকায় নৌকার প্রার্থী জিয়ার গণসংযোগ 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মু.জিয়াউর রহমান গণসংযোগ করেছেন।  বুধবার সকাল থেকে রহনপুর পৌর এলাকায় গণসংযোগ চালিয়েছেন। তিনি প্রথমে রহনপুর বাজার থেকে শুরু করে খোঁয়াড়মোড়, রহমতপাড়া, মুক্তাশা হল মার্কেট, স্লুইসগেট, হকার্স মার্কেটসহ বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও সাধারণ জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবিহা শবনম কেয়া রহমান, রহনপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি মাসুদ রানা, রহনপুর মহন্ত এস্টেটের সেবায়েত ক্ষিতিস চন্দ্র আচারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আনসারী, রহনপুর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হক ও সম্পাদক তাসরিফ আহমেদসহ আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতা-কর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলহাট উপজেলা) আসনের সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আগামী ১ফেব্রয়ারী উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *