চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: গোমস্তাপুর,নাচোল,ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো ইভিএমএ ভোটগ্রহন হওয়ার ভোট কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
সকাল সাড়ে ৮টায় গোমস্তাপুর উপজেলার উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান। কেন্দ্রে আসা সাধারণ ভোটাররা প্রত্যাশা করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে তারা তাদের কাঙ্খিত প্রার্থীকে মনোনীত করবেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মৌখিক ভাবে জানানো হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার বলেন, কেন্দ্র থেকে আমার আপেল প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাঁধা দেওয়া হচ্ছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, সকাল ১০ টা পর্যন্ত ৭শতাংশ ভোট প্রদান করেছেন। সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে তিনি জানান।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি নির্বাচন কমিশন থেকে দায়িত্বপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগনও ভোটের মাঠে থাকবেন। মাঠে পুলিশ আনসার র্যাব ও বিজিবিসদস্যরাও দায়িত্ব পালন করছেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে ৪ লাখ ৫ হাজার ৪৫০ ভোটারের বিপরীতে দলীয় প্রার্থীসহ ৬ জন প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দিতা করছেন।