চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ৯৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
রাজশাহী প্রতিনিধি :- চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলঘরের সামনে থেকে ৯৬ কেজি গাঁজাসহ একাধিক মাদক ব্যবসায়ী মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তার আসামি হচ্ছে, নোয়াখালি জেলার চন্দ্রপুর গ্রামের সেলিমের ছেলে ফয়সাল ওরফে মামুন (৩৮)।

র্যাব-৫ সূত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কুমিল্লা জেলা থেকে একটি কাভার্ড ভ্যান যোগে বিপুল পরিমাণ গাঁজার চালান আসছে।
খবর পেয়ে ১২ ফেব্রুয়ারী রোববার রাত ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মামুনকে ও গাঁজাসহ বহনকারী কাবার ভ্যানটি আটক করে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে গাজা বহন করা ঢাকা মেট্টো -১৩ : ১২৯৯ নম্বরের কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।