খবরচাঁপাইনবাবগঞ্জরাজশাহী

চাঁ,নবাবগঞ্জ সীমান্তে চলতি মাসেই বিজিবির মাদকের বড় তিনটি চালান আটক 

আবুল কালাম আজাদ(রাজশাহী);- চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত যেন মাদক কারবারিদের নিরাপদ পথে হয়ে দাঁড়িয়েছে।ভারত সীমান্ত ঘেঁষা এই জেলার সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা চলতি মাসেই ইয়াবা ও হেরোইনের বড় তিনটি চালান আটক করেছে।
এর মধ্যে ৮ কেজি হেরোইন, ও প্রায় ৩৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
৬ মে,শনিবার রাত ১১ টায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে দুই কেজি হেরোইন ও ৫ হাজার ৭’শ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
রবিবার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলার কামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৮/৩ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অন্যদিকে ৪ মে,রাতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা রহনপুর সীমান্ত থেকে ১ কেজি হেরোইন ও ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এ ছাড়া ৩ মে রাতে জেলার সোনা মোসজিদ সীমান্ত থেকে বিজিবি ৫ কেজি হেরোইন উদ্ধার করে যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।
বিজিবি বলছে এটা এই সীমান্ত দিয়ে আসা মাদকের সর্ব বৃহৎ চালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *