গোমস্তাপুর প্রয়াসের পিস প্রকল্পের অ্যাডভোকেসী সভা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জনগোষ্ঠীকে কার্যকর সম্পৃক্তকরণের মাধ্যমে উগ্রপন্থা প্রতিরোধে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা ও পিস কবের সদস্যদের নিয়ে অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। অনুষ্ঠানের শুরুতে প্রয়াসের পিস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুস সালাম প্রকল্পের কর্মকান্ড নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরেন। পরে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, পিস ক্লাবের সদস্য ইমাম সায়েদ আলী, আহমেদ ইমতিয়াজ ও মেধা। এছাড়া উপজেলার ৮টি ইউনিয়নের পিসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রকল্পটির লক্ষ্য বাস্তবায়ন ও কাজের অগ্রগতি এবং উগ্রপন্থার বিরুদ্ধে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় পিস ক্লাবের সদস্যরা কাজ করে চলছে। সুইজারল্যান্ডের একটি দাতা সংস্থার আর্থিক সহায়তায় এবং রুপান্তর এর কারিগরি সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি গোমস্তাপুর উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে।