গোমস্তাপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের কামড়ে সাইদ হাসান মেরাজ (৬) নামে এক শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সাইদ হাসান মেরাজ উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের ছেলে।
ওই এলাকার গ্রাম পুলিশ আব্দুর রাজ্জাক ও স্থানীয়রা জানায়, শিশু সাইদ হাসান মেরাজ বুধবার রাতে সে পরিবার সঙ্গে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত তিনটার দিকে ঘুমন্ত থাকাবস্থায শিশুটিকে সাপে কামড় দেয়। পরে তাঁর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাঁকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পাঠিয়ে দেন। সকাল সাতটার দিকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু সাইদ হাসান মেরাজ।
এদিকে রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।