খবরচাঁপাইনবাবগঞ্জরাজশাহী

গোমস্তাপুরে সম্প্রীতি সমাবেশ 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া একই স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ,নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব প্রতিবন্ধি ব্যক্তির অধিকার ও সুরক্ষা এবং কোভিড ১৯ প্রতিরোধে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান দুটি সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্রনাথ উড়াঁও। বোয়ালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা অলিউল ইসলাম ডালিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ ফিটু, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী ও গোমস্তাপুর থানার উপ পরিদর্শক (এসআই) শওকত আলী। এরআগে চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্রনাথ উড়াঁও ও গোমস্তাপুর  ইউএনও আসমা খাতুন আলিনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।
###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *