খবররাজশাহীস্বাস্থ্য

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন ভারতীয় নাগরিক আহত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কে অটো রিকশা চালিত সিএনজির তিন যাত্রী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। গতকাল সোমবার রাত এগারোটার দিকে ওই সড়কের তেঁতুলতলা এলাকায় ট্রাক ও সিএনজি ধাক্কায় এ ঘটনা ঘটে। আহত তিন নারী ভারতীয় নাগরিক। এদের মধ্যে আমেনা (৫৫) অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আহত অপর দুইজন হাজরা ও পারভীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাঁদের তিনজনের কাছে ভারতীয় পাসপোর্ট ছিল। তাঁরা ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। সোমবার সকালে তাঁরা বাংলাদেশের হিলি সীমান্ত হয়ে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে বৈরতলা গ্রামে আত্মীয়দের বাড়িতে বেড়াতে আসছিলেন।
আফজাল হোসেন নামে সিএনজির এক যাত্রী বলেন, হিলি চেকপোস্ট হয়ে গোমস্তাপুরে ফিরছিলেন। পথে নওগাঁর সাপাহার থেকে দুটি সিএনজিতে রহনপুর এলাকার কয়েকজন ভারতগামী রোগীসহ তাঁরা রহনপুরে ফিরছিলেন। হঠাৎ রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায়  বিপরীত দিক আসা একটি ট্রাক ভিন্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। তবে ট্রাকটি বেগতিতে চালিয়ে পালিয়ে যায়।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.ফিরোজ আলী বলেন, তিনজনই গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আমেনার অবস্থা গুরুতর। তাঁর চোখ ও মাথায় বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়। অপর দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এঘটনা কেউ থানায় অভিযোগ করেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *