গোমস্তাপুরে সংসদ সদস্য জিয়াউর রহমানকে সংবর্ধনা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিয়াউর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গোমস্তাপুর উপজেলা প্রবীণ হিতৈষী সংঘ এই সংবর্ধনার আয়োজন করে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে পুরাতন ফায়ারসার্ভিস কার্যালয় সংলগ্ন সংগঠনটির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আজিজুর রহমান। বক্তব্য দেন সংবর্ধিত সংসদ সদস্য জিয়াউর রহমান, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফুল ইসলাম ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইউমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গাজি উদ্দীন,ডা. আনসারুল হক, মাওলানা এনামুল হক, মকবুল হোসেন ফন্টু মিয়া,লোকমান আলীসহ অন্যরা। সংবর্ধিত সংসদ সদস্য জিয়াউর রহমান তাঁর বক্তব্যে বলেন প্রবীণ হিতৈষী সংঘ সংগঠনটির পাশে সবসময় পাশে থাকবেন। এছাড়া সংগঠনের অবকাঠামো ও অন্যান্য বিষয়ে সহযোগিতা করবেন বলে তিনি আশস্ত করেন।