খবরচাঁপাইনবাবগঞ্জসারাদেশ

গোমস্তাপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বেলা ১০টায় শোভাযাত্রাটি রহনপুর সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন হয় একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহবায়ক শ্রী সচিন বর্মণ। বক্তব্য দেন, কমিটির সদস্য সচিব শ্রী গৌতম রায়, সাবেক সভাপতি শ্রী মনতোষ চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রী সুমন কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী উঠান কর্মকার, সম্পাদক শ্রী শুভংকর, পৌর সভাপতি শ্রী তপন কর্মকার, সম্পাদক শ্রী শুভ প্রসাদসহ অন্যরা।
উল্লেখ্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা ও রহনপুর পৌর শাখার যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *