গোমস্তাপুরে শীতার্ত ভিক্ষুক সদস্যের মধ্যে গ্রামীন ব্যাংকের কম্বল বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শীতার্ত ভিক্ষুক সদস্যের মধ্যে গ্রামীন ব্যাংকের কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে গ্রামীন ব্যাংক পার্বতীপুর গোমস্তাপুর শাখা কার্যালয়ে কম্বলগুলো বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীন ব্যাংক রাজশাহী জোনের জোনাল ম্যানেজার আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর এরিয়া ম্যানেজার এসএম রকিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ওই শাখার ছয়জন ভিক্ষুকের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
গ্রামীন ব্যাংক রাজশাহী জোনের জোনাল ম্যানেজার আমিনুল ইসলাম জানান রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর নিয়ামতপুর উপজেলাসহ মোট ৮২ টি শাখার সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মধ্যে জানুয়ারী মাস থেকে অব্যহতভাবে কম্বল বিতরন করা হচ্ছে ।