গোমস্তাপুরে শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২জন মেধাবী ছাত্রকে উপবৃত্তি টাকা তুলে দেওয়া হয়েছে। ২০১১ সালে অনুষ্ঠিত ওই প্রতিষ্ঠানের ৬৮ বছর পূর্তি উৎসবের উদ্বৃত্ত’র লভ্যাংশের অর্থ দিয়ে এই উপবৃত্তির দেওয়া হচ্ছে । এই উপলক্ষে গতকাল সোমবার বেলা সাড়ে এগারোটায় প্রতিষ্ঠান মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু.জিয়াউর রহমান প্রধান অতিথি থেকে মেধাবী ওই ছাত্রদের হাতে নগদ অর্থ তুলে দেন।এরআগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ৬৮ বছর পূর্তি উৎসব-২০১১ সদস্য সচিব ও অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফুল হক। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ, সহকারী অধ্যাপক মুহাম্মদ আখতারুজ্জামান, অভিভাবক ইয়াসমিন আকতার বানু সীমা ও আশরাফুল হক।
উল্লেখ্য, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম, ৮ম ও ৯ম শ্রেণীর ১২জন মেধাবী ছাত্রকে ২ হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা উপবৃত্তি দেওয়া হয়।