গোমস্তাপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ, ইসলামিক ফাউন্ডেশন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক ভাবে পালন করে। উপজেলা প্রশাসনের গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি,জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসির সমন্বয়ে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদ, মন্দির গীর্জায় ও অন্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, খেলাধূলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন অনুষ্ঠানে অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমানসহ ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। অন্যদিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ।