গোমস্তাপুরে ব্রিধান ৮৯ নুমুনা শস্য কর্তন, বিঘায় ৩০ মণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উচ্চ ফলনশীল জাতের ব্রি ধান ৮৯ নুমুনা শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শস্য কর্তনের উদ্বোধনী দিনে বিঘায় প্রায় ৩০মণ ধান উৎপাদন পান কৃষি বিভাগ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় এলাকায় এ ধান কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ওই মাঠের নারী কৃষক মরিয়ম বেগমের জমিতে কর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন চাপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক ড. পলাশ সরকার। উপজেলা কৃষি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সম্প্রসারণ অধিদপ্তরের (হট্টিকালচার সেন্টার) উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক, মনিটরিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হামিদুর রহমানসহ অন্যরা।
গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, গোমস্তাপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে দুই হাজার ৯৫০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাত ব্রি ধান ৮৯ চাষাবাদ করা হয়েছে। এ জাতের ধানটি ব্রি ২৯ মত। আধুনিক উচ্চ ফলনশীল বা উফসি ধানের সব বৈশিষ্ট্য বিদ্যামান। এ ধানের ভাত খেতে সুস্বাদু। গতকাল মঙ্গলবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা কাঁঠাল এলাকার মাঠে এ ধানের শস্য কর্তন করা হয়। নারী কৃষক মরিয়ম বেগমের জমিতে শস্য কর্তন করে বিঘা প্রতি ৩০ মণ পাওয়া গেছে ।