গোমস্তাপুরে বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতার দাফন সম্পন্ন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি একরামুল হক মৃত্যুবরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁদের দু’জনের মৃতদেহ নিজ নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে। বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী গত শুক্রবার সন্ধ্যায় বার্ধক্য জনিত হয়ে বাঙ্গাবাড়ী ইউনিয়নের তেলীপাড়াস্থ নিজ বাড়ি মারা যান। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। দাফনের আগে বাংগাবাড়ি স্কুল ও কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয। সেখানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসমা খাতুনের নেতৃত্বে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল গার্ড অফ অনার দেন। পরে বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে দাড়িপাতা পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তাঁর হয়েছেন ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অপরদিকে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য একরামুল হক অসুস্থ থাকা অবস্থায় শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে সাগরইল গ্রামের নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাযার শনিবার দুপুর আড়াইটায় সাগরইল গ্রামে অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান, সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ ও আতাউর রহমান খাঁন, রহনপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নিয়ামুল হক বিজয়, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বাবু, সহ-সভাপতি শহিদুজ্জামান আনসারি ও নিহতের ছেলে সারওয়ারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।