গোমস্তাপুরে বিষপানে যুবকের মৃত্যু
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিষপানে নুর ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় এই ঘটনা ঘটে। নুর ইসলাম রহনপুর পৌর এলাকার স্টেশনপাড়ার বাসিন্দা মৃত রানার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে বাড়িতে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে মায়ের উপর অভিমান বিষপান করেন। পরিবারের লোকজন জানতে দ্রুত তাঁকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক বলেন নুর ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হবে বলে তিনি জানান ।