গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: “তামাক নয় খাদ্য ফলান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার সেরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম,রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বুশরা জান্নাত প্রমুখ।