খবরচাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে বিএনপির নেতা আজাদের কম্বল বিতরণ 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যক্তি উদ্যোগে অসহায়,দুস্থ ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন চারটি স্থানে এগুলো বিতরণ করা হয়। বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও গোমস্তাপুর থানা বিএনপির যুগ্নআহবায়ক আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন বিতরণকারীর মা এলাকার নারী সমাজসেবক সুলতানা বেগম, তাঁর ভাই সমাজ সেবক ড. সাহফুজ আলম অপু, জেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম তারেক, গোমস্তাপুর ইউনিয়নে যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য মোঃ সুলতান, ৩নং ইউপি সদস্য  সাদিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আনজারুল ইসলাম, পল্লী চিকৎসক আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণকারী আবুল কালাম আজাদ বলেন, এলাকার অসহায়, দুস্থ ও গরিবদের সঙ্গে আছি। ভবিষ্যতে থাকব। তিনি গোমস্তাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রায় শতাধিক ব্যক্তিকে কম্বলগুলো তুলে দেন। এ সময় তিনি তাঁর পরিবারের জন্য দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *