খবররাজনীতি

গোমস্তাপুরে বিএনপির অবস্থান কর্মসূচী

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি  : দ্রব্যমূল্য উদ্ধগিত নেতাকর্মীদের নামে গায়েবি মামলা প্রত্যাহার সহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা  দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শনিবার বিকেলে টেলিফোন অফিসের সামনে এ কর্মসূচী পালন করা হয়। গোমস্তাপুর উপজেলা  ও পৌর বিএনপি আয়োজিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাবসহ স্থানীয় নেতাকর্মীরা । কর্মসূচীতে বক্তরা বলেন অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *