গোমস্তাপুরে বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চৌডালা ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব। এতে মূল প্রবন্ধ তুলে ধরেন গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) প্রকল্প ব্যবস্থাপক তানিয়া তাসমিন। তাঁকে সহযোগিতা করেন প্রকল্প কর্মকর্তা ফারজানা সারমিন। কর্মশালায় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদের সদস্য,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, কাজি,ইমাম সাংবাদিকসহ স্থানীয় ব্যক্তিরা। উল্লেখ্য ইউএসএআইডি ও উইনরকইন্টারন্যাশনালের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) আয়োজনে প্রায় ২৬ জন প্রশিক্ষানার্থী কর্মশালায় অংশ নেন।