খবরখেলাচাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা দু’টি অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনাল খেলায় সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ২-১ গোলে আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন । দ্বিতীয় বঙ্গবন্ধু টুর্নামেন্টে পশ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ১-০ গোলে কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

উপজেলা শিক্ষা বিভাগ আয়োজিত সমাপনী খেলায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাবুল আখতার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা সুশান্ত চন্দ্র বর্মন, বীরমুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নুরী, ক্রীড়া সংগঠক আফতাব উদ্দিন লালান ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।  উল্লেখ্য,বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টটি এরআগে উপজেলার ৮টি ইউনিয়ন ও রহনপুর পৌর এলাকায় অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দু’টি দল জেলা পর্যায়ে অংশ নিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *