অপরাধখবর

গোমস্তাপুরে ফেন্সিডিলসহ গ্রেপ্তার এক

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফেন্সিডিলসহ আব্দুল মালেক (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গত শুক্রবার রাত আটটার দিকে কলোনী ডাইংপাড়া থেকে ত্রিশ বোতল ফেন্সিডিলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি রহনপুর কলোনী ডাইংপাড়া গ্রামের বাসিন্দা নওশাদ আলীর ছেলে।
রহনপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক বলেন গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে কলোনী ডাইংপাড়া গ্রামের আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালানো হয়। ওই সময় তাঁর বাড়ি থেকে ত্রিশ বোতল ফেন্সিডিল জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *