গোমস্তাপুরে প্রস্তুতিমূলক সভা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় শোক দিবসসহ আগষ্ট মাসের অন্যন্য দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থাকা সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলি, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আউয়ালসহ অন্যরা। প্রস্তুতি সভায় আগামী ৫ আগষ্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম ও ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী “জাতীয় শোক দিবস” পালনে গৃহীত কর্মসূচিগুলো নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে ভারপ্রাপ্ত ইউএনও বিপাশা হোসাইন দিবসগুলো পালনে সকলের সহযোগিতা চেয়েছেন।