গোমস্তাপুরে প্রভাতী সংঘের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর প্রভাতী সংঘের আয়োজন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার দিনব্যাপি গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভাতী সংঘের সভাপতি আবুল কালাম আজাদ মিঠু। তোফাজ্জুল হক আজমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার দাস,গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হামিদুজ্জামা, সাহিত্যিক ও গবেষক ডঃ অজিত কুমার দাস, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বেলাল উদ্দিনর ও মনিরুল ইসলাম, সমাজসেবক বাবর আলী, প্রভাতী সংঘের ক্রীড়া সম্পাদক ইমামুল মুরসালিন পিকু, বাহারাম মিয়া কাজল প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।