গোমস্তাপুরে প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার ও পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সচেতন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১ থেকে ঘন্টাব্যাপি চলে এই মানববন্ধন। কলেজ গেটের সামনে চলা মানববন্ধনে গোমস্তাপুর উপজেলা, পৌর ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগ একাত্মতা প্রকাশ করেন। পরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, কলেজ শাখার সভাপতি দুরুল হুদা ও সাধারণ সম্পাদক মুরশালিন আলী, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নবাব বিশ্বাস, সিফাত ইসলাম,সাকিল আহমেদ,সুমন আলী ও ফয়সাল। এতে রহনপুর কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।