কৃষিখবরচাঁপাইনবাবগঞ্জসারাদেশ

গোমস্তাপুরে প্রণোদনার ধান ও পেঁয়াজের বীজ পাচ্ছেন ২১০০ জন কৃষক 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষি প্রণোদনার খরিফ-২ মৌসুমে আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ পাচ্ছেন দুই হাজার একশ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষক। এরমধ্যে এক হাজার সাতশ জন ধান বীজ ও চারশ জনকে পেঁয়াজের বীজ দেওয়া হচ্ছে। এই উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় । উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রইশুদ্দিন,তৌহিদুল ইসলাম,রাকীবউদ্দীনসহ কৃষক ও গণমাধ্যম কর্মীরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০২২-২৩ ইং অর্থ বছরে খরিফ-২ মৌসুমে আমন ধান (উফসী) ও গ্রীষ্কাকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহ করা হচ্ছ। এরমধ্যে রোপা আমনের জন্য একজন কৃষক বিঘা প্রতি পাঁচ কেজি ধান বীজ, দশ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ এক বিঘা জমির জন্য এক কেজি পেঁয়াজের বীজ,বিশ কেজি করে ডিএপি ও এমওপি সার সহ অন্যান্য কৃষি উপকরণ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *