গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানার বাড়িতে বেড়াতে এসে ইমরান হোসেন নামে দুই বছরের শিশু পুকুরের ডুবে মারা গেছে। গতকাল বুধবার সকালে উপজেলা রাধানগর ইউনিয়নের বিভিষণ গ্রামে এ ঘটনা ঘটে । মৃত শিশু একই ইউনিয়নের চেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে। গত শনিবার (১ জুলাই) মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল সে।
পরিবার ও স্থানীয়রা জানায় বুধবার সকালে শিশু ইমরান নানার বাড়ির সংলগ্ন স্থানে খেলা করছিলেন। পরিবারের অগোচরে হঠাৎ বাড়ির পাশে পুকুর পড়ে ডুবে যায় সে। পরে পরিবারের লোকজন ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান। পরে পুকুর থেকে শিশু ইমরানের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান তাঁরা ।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে মৃত শিশুটির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।