গোমস্তাপুরে নাগরিক অধিকার ও দাবি-দাওয়া বিষয়ক সভা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে নাগরিকদের অধিকার ও দাবি-দাওয়া বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন রিভাইভ প্রকল্পের আয়োজন অনুষ্ঠিত ফেস টু ফেস ডায়ালগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, উপকারভোগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  রহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, ইউপি সচিব মোরশালিন ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট কর্মকর্তা আরতাফুর রহমান, উপজেলা কর্মকর্তা জেনারুল ইসলাস জিন্নাহ,সিডিও সুরাইয়া আকতার ও প্রিন্স কোড়াইয়াসহ উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 সভায় উপকারভোগীরা তাঁদের দাবি দাওয়াগুলো জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরলে চেয়ারম্যান মনিরুজ্জামান তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন ।
উল্লেখ্য, রিভাইভ প্রকল্পটি সুইজারল্যান্ড দুতাবাস এবং হেকস ইপার সুইজারল্যাান্ডের আর্থিক সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন গোমস্তাপুর উপজেলার তিনটি (রাধানগর, পার্বতীপুর ও রহনপুর) ইউনিয়নে বাস্তবায়ন করছে।
Please follow and like us:
error0
fb-share-icon
Tweet 20
fb-share-icon20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *