গোমস্তাপুরে দিনব্যাপি প্রাণিসম্পদ সেবা ও প্রদর্শনীর উদ্বোধন
গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে ডাকবাংলো চত্বরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সংসদ সদস্য জিয়াউর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা, রহপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাওসার আলি , কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার ও খামারী মুসলেমউদ্দীন সরকার। বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় প্রানীসম্পদ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী চলা সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে ৫০ টি স্টলে উপজেলার বিভিন্ন ধরণের প্রাণি নিয়ে খামারিরা অংশ নেন।