গোমস্তাপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই সভা অনুষ্ঠিত হয়।
এবার গোমস্তাপুর উপজেলার ১৯৪টি কেন্দ্রে ছত্রিশ হাজার ৫৯ জন শিশুকে এ প্লাস টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এরমধ্যে ৬-১১ মাস বয়সের চার হাজার ২৮৬ জন শিশুকে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সের একত্রিশ হাজার ৭৭৩ জন শিশু লাল রঙের এ প্লাস টিকা খাওয়ানো হবে। জাতীয় পুষ্টি অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়নের বাস্তবায়নে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইসমাইল হোসেন লিংকন,জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. জিন্নাত আরা,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সহসম্পাদক আল-মামুন বিশ্বাসসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা। আলোচনা শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ের দিকগুলো তুলে ধরেন। তা বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।