গোমস্তাপুরে জাতীয় বীমা দিবস পালিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি গতকাল বুধবার সকাল দশটায় উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। অন্যদের মধ্যে বক্তব্য দেন জীবন বীমা কর্পোরেশন রহনপুর শাখার ইনচার্জ মজিবুর রহমান, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, ডেলটা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ কর্মকর্তা আতাউর রহমান, পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ দুরুল হুদা, প্রাইম লাইফ ইন্সুইরেন্স কোম্পানী কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমাম, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর আনিসুর রহমান, ফারইষ্ট ইসলামি লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিঃ পক্ষে সালাউদ্দিন, বীমা গ্রাহক সাদিকুল ইসলামসহ অন্যরা।