গোমস্তাপুরে জনসচেতনতামূলক প্রশিক্ষণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘ সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। অন্য অতিথির মধ্যে বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো:পারভেজ। উল্লেখ্য, অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষার্থী অংশ নেন।
Show quoted text