গোমস্তাপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষকী পালিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিকেলে উপজেলা ডাকবাংলো থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আনসারী। বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়, পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হক ও সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদ সহ অন্য নেতাকর্মীরা।