গোমস্তাপুরে গার্ল-গাইডিং সম্প্রসারণে দিনব্যাপী কর্মশালা ও বৃক্ষরোপণ কর্মসূচি
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাধ্যমিক বিদ্যালয়ের গার্ল গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসার প্রধানদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা দশটা থেকে রহনপুর মহিলা কলেজ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা গার্ল গাইডিং অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির উপজেলা সম্পাদক সেলিনা আক্তার বেনু। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিশনার গৌরী চন্দ। দিনব্যাপী কর্মশালায় কারিগরি ও মাদ্রাসার ২০ জন প্রধান শিক্ষক, গার্লস গাইডসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ওই কলেজ প্রতিষ্ঠানে সকাল ৯টায় চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে রহনপুর মহিলা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।