গোমস্তাপুরে গণহত্যা দিবস পালিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে শনিবার সন্ধ্যায় রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাতটায় বধ্যভূমিতে পুষ্পস্তবক করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন, রহনপুর পৌর সভাপতি আব্দুল আজিজ,সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ওই চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।